বেকার বেকার বেকার রে ভাই বেকার সারা দেশটায়
বেকার ছাড়া সোনার বাটি মিলবে নাকো চেষ্টায়!
বেকার যুবক বেকার নারী শহর নগর গ্রামে
সার্টিফিকেট বুকে চেপে ঘুরছে ডানে বামে!
চাকরি এখন সোনার হরিণ মামা খালু দরকার
হালুয়া রুটি খাচ্ছে কারা কোন মহাজন সরকার!
রাম বেকার রহিম বেকার
নেইতো ওদের কেয়ার টেকার
পেটের দায়ে ছুটছে বিদেশ মরছে সাগর জলে
সোনার ছেলে খাচ্ছে ডলা উটের পায়ের তলে
লাইফ ভিসা নিয়ে মফিজ চীন কোরিয়া যায়
কুকুর বিড়াল সাপের সুপ ব্যাংঙের ঠ্যাং খায়!
দূর্নীতি আর স্বজনপ্রীতি দেশটা গেছে ভরে
শান্ত্রি সেপাই চাপরাশিরা মাথায় আছে চড়ে
মাছে ভাতে বাঙালি আর পায়না দু’মুঠ আহার
আকার হীন হাজার বেকার দুঃখ শত তাহার!
বাবার বাড়ি মামার বাড়ি নাইতো কোথাও ঠাঁই
সোনার দেশ শ্মশান কেনো বলার কেহ নাই!
দুচোখ জুড়ে কান্না ভীষণ লক্ষ কোটি বেকার
মা বাবার মস্ত বোঝা নেইতো ভাষা লেখার!!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন