কবিতা - অনুকাব্যের আচার ১০ ১১ ১২

লেখক: মোঃ আব্দুল মজিদ এনডিসি

১০.মজার গয়না

ঘর বদল হয়, বর বদল হয়      
একই কালে স্বর বদল হয়
ঘাটে-ঘাটে দর বদল হয়
কেবল ভাগ্য বদল হয়নারে 

রাতের মন্ত্র দিনেতে শোনা
একশো হতে উল্টো গোনা
সকল হাতে একই সোনা
দেখ, কীযে মজার গয়নারে!

 
১১.বৈরিতা

কেবলই গরুর দল আসে
তৃণের দল যায় ভেসে ভেসে
তবু্ও ভালবাসার মানুষগুলো
শুধু ঠেলা খায়

কখনো মৃদু মৃদু বাদ
কখনো তীব্র প্রতিবাদ
কাছাকাছির ভালবাসা আজ
দূরে চলে যায়!
 
১২.শেষ দশা 

সব দেখা শেষ তাইতো সারাক্ষণ চোখ বন্ধ রাখি
সব বলা শেষ তাই আমি কেবলই নীরব থাকি
সব শোনা শেষ তাই কখনো কান খাড়া করি না
জীবন নিয়ে পালিয়ে আছি তাই আ-র মরি না  

৬৪
মন্তব্য করতে ক্লিক করুন