তসলিমা নাসরিন

কবিতা - ভালবাসায় আজকাল মন বসে না

লেখক: তসলিমা নাসরিন

ভালবাসায় আজকাল মন বসে না
মনে হয় কিছু যেন কাজ আছে,
মনে হয় কোথাও যেন যাবার কথা, দূরে কোথাও। ভালবাসা আজকাল আমাকে তেমন করে মালার মতাে গাঁথে না।
যেমন গাঁথে বেদনার দীর্ঘ সুতাে।

যারা বেঁচে না থাকার মতাে বেঁচে আছে, তাদের জন্য মন কেমন করে আমার।
সারাদিন যদি মন কেমন করে,
সারাদিন যদি সুচ ফোটে গায়ে—
আমি কি পাগল যে ভালবাসার ওপর হুমড়ি খেয়ে পড়ব !

আগে তাে খড়কুটো দিতে হবে তাদের—যারা ভাসছে, আগে তাে হাতখানা বাড়াতে হবে তাদের হাতের
দিকে—যারা ডুবছে।
তারপর নিজে যদি বাঁচি তাে বাঁচব, ভালবাসি তাে বাসব।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন