আমি সেই তোমাকেই ভালোবেসে আজ এক বিবাগী ফানুস
অথবা ভালোবাসাহীন আমি আমার মতন
আজ শুধু প্রেম আর বিরহের বিদগ্ধ ক্ষরণ
দেখেছি বহুকাল জননের যৌথ প্লাবনে
সুখ সুখ অনুভূতি হৃদয়ে জড়ালে
আছি আছি বলে সে যে নাই হয়ে যায়
প্রকতপ্রস্তাবে সেও খুঁড়ে নেয় বিলাসী শ্রাবণ
যদি কেউ এ-ই করে ছিঁড়ে ফেলে শুঁকে নিয়ে ফুলের ফাগুন
আমার কী বলো তাতে- যেতে হবে বহুদূর উড়েঘুরে
জীবন ছড়ালে পথ অভিনব পথের আড়ালে
ভ্রষ্ট জন্ম জুড়ে অপবাদ অবহেলা নিয়ে
অবিকল জংগমে পৃথিবীর দুঃখী শব ছিঁড়ে খুঁড়ে তবে
প্রতিবার মরে যেতে চেয়ে
পাপ ছুঁয়ে বাঁকে বাঁকে নেমে
শুধু আমি অকাতরে আনমনে
কৃচ্ছতার করুণার শোকের আগুনে জ্বলবো জন্মভরে
তোমাকে দেবো না খুন হতে নিজেকে নিজের খুনি করে
মন্তব্য করতে এখানে ক্লিক করুন