অমানুষ
অমানুষ
মুহাম্মাদ ইমরান

গ্রন্থ - অমানুষ

লেখক: মুহাম্মাদ ইমরান

প্রকাশনা: সব্যসাচী

প্রকাশক: শতাব্দী ভব

প্রচ্ছদ শিল্পী: চারু পিন্টু

প্রকাশিত বছর: ২০১৬

উৎসর্গ: শিমুল মুস্তাফা,আনজুমান আরা,মুহাম্মাদ আক্তারুজ্জামান, মো.শাহিনুর আলম

অনলাইনে কিনুন: ক্লিক করুন

ভূমিকা

কবিতা’ নিজেই একটা ভয়ঙ্কর সুন্দর’ কেতাদুরস্ত ভূমিকা । কবিতা কখনো যুদ্ধের দামামা অথবা সুখ । কখনো দুঃখ কিংবা আত্মিক প্রশান্তির অশান্ত সাগর ।কবিতার সুশীতল ছায়াতলে হরহামেশাই ভিড় করে জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষগুলোর বড় একটা অংশ । তাঁরা হয়তোবা অপরিণত অথবা অপ্রাপ্তবয়স্ক কিংবা হারের মাঝে সুখ তালাশের ‘ব্যতিব্যস্ত যোদ্ধা’ ! প্রেম বা ভালোবাসা নামক যুদ্ধের বহুমাত্রিক অংশ জুড়ে থাকে নারীর’ অতিমাত্রার ক্ষমতায়ন । তথাকথিত সমাজ’ পুরুষশাসিত হলেও ভালোবাসা আদতে এখনো নারীশাসিতই , হেরে যাওয়া মানুষগুলোর অপরিপক্ক মানসিক দারিদ্রতা,অনন্যোপায় অশরীরী চোখের জলের নিভৃত জলোচ্ছ্বাস এবং সেই ব্যথাতুর প্রাণগুলোর রক্তস্নাত বধির সংলাপের সর্বান্তকরণ বহিঃপ্রকাশই ‘অমানুষ’ । আমি তাঁদের নিয়ে লড়াই করেছি শেষ অবধি । ‘অমানুষে’ আমার আমিত্বের পরাজয় সুনিশ্চিত হলেও জিতেছে শেষ পর্যন্ত কবিতাই নয়তো ভালোবাসা। হয়তো হেরেছি কিন্তু লড়াই চলবে নিরন্তর ।

ধন্যবাদেও এই শ্রদ্ধার শেষ হবে না রেশ তারপরও আত্মিক ভালোবাসা জ্ঞাপন করছি–কিংবদন্তি আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার প্রতি, আমার মতো একজন ভয়ংকর সাধারণ মানুষকে কবিদের কাতারে দাঁড় করানোর জন্য । শর্তহীন ভালোবাসা রইলো– সব্যসাচী প্রকাশনী এবং তাঁর কর্ণধার শতাব্দী ভবর প্রতি, ‘অমানুষ’ কে কবিতার পাণ্ডুলিপিতে রূপ দেওয়ার জন্য । আমার মতো ভাবলেশহীন সাধারণের উপস্থিতি সাহিত্যের বিশাল ধরিত্রীতে পৌঁছে দেওয়ার জন্য । প্রচ্ছদশিল্পী চারু পিন্টুর’ প্রতি অনিঃশেষ শ্রদ্ধা জানাচ্ছি । পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার শারীরিক সুস্থতার জন্য দোয়া রাখছি। ভালো থাকবেন অহর্নিশ, মিথ্যে এই রঙ্গমঞ্চে যতটা ভালো থাকা যায় ।

মুহাম্মাদ ইমরান
১৯ ১১ ২০১৬

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

যে লেখা গুলো পাওয়া গিয়েছে...

মন্তব্য করতে এখানে ক্লিক করুন