নিজিন্স্কি

রফিক আজাদ রফিক আজাদ

মৃত্যুর মতন বাজে রক্ত-মাংসে করুণ সানাই,
অন্তহীন বেদনায়; শিরা-উপশিরা ব্যেপে ওঠে
অস্থির রক্তের কণা,—অস্থিরতা, শুধু অস্থিরতা!
দেহের নিগড়ে বন্দি মুমূর্ষু আত্মার ক্রন্দনেই
চঞ্চল শরীর, হায়, জেগে ওঠে নৃত্যের মুদ্রায়, —
ক্লান্তিহীন নৃত্যে আমি সাড়া দিই শূন্যতার ডাকে;
কে আমাকে ডাকে অহর্নিশ পূর্ণতা, না দ্রাক্ষালতা?
শুধু রক্ত ক্ষেপে-ক্ষেপে ওঠে, শুধু দেহ জেগে ওঠে
শরীরকে ভেঙে-চুরে নানান মুদ্রায়, নানা ঢঙে
অমৃত-সাধনা চলে, অবিরাম—দিবস-রজনী।
কী দুর্বহ বেদনায় প্রতিদিন প্রতিদিন নীল মসজিদে
আমার অনন্ত উপাসনা!—নিজেকেই ডাকি শুধু—
আমার ডাকেই আমি নিয়ত জাগিয়ে তুলি দেহ
ব্যালে-নৃত্যে, নিপুণ মুদ্রায়; নিরন্তর বেদনায়
জেগে থাকি নীলকণ্ঠ,—নিবেদিত—জেগে থাকি, একা—
শরীর জাগিয়ে রেখে নিজে জেগে থাকি, জেগে থাকি…
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন