কৃপাধন্য
শংকর ব্রহ্ম
তোমায় আমি বাসতে পারি মিনিট তিনেক ভাল
তার বেশী নয়,
কারণ আমার হাতে যে নেই সময়
এখন আমি ব্যস্ত ভীষণ কাজে।
কী কাজ এমন, আজে বাজে?
রাজকার্জ বলতে পার আমার কাছে
রাজন্যকে তুষ্ট করে অ্যকাডেমি পাওয়া।
তবে তুমি তুষ্ট থাক কৃপাধন্য অ্যাকাডেমি নিয়ে
তোমার ভিতর লেখার প্রতিও নেই যে কোন মায়া
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন