কবি ইমদাদ শাহ্

কবিতা - জুলাই জুলাই

কবি ইমদাদ শাহ্

অনেক আঁধার রাত্রির শেষে
দেশে এলো জুলাই
জুলাই জুলাই রক্ত চাই
স্বৈরাচারের শুধু রক্ত চাই
বিভৎস রূপে দেশটাকে কাঁচা চিবাই
রক্তে জাগে আগল নদী
মিত্যু পাগল লক্ষ কোটি
মুক্তি পাগল আম জনতা
বিপ্লবে আজ গর্জে উঠে
স্লোগান মিছিলে সেখানে শেষ সীমা নাই
স্বৈরাচারী রুদ্র শ্বাসে
বলল শুধু পালাই পালাই
জুলাই জুলাই
দেশ থেকে সব অন্যায়কে
রুদ্ধশ্বাসে তাড়াই
মুক্তির যেন আরেক নাম জুলাই

২৩০
মন্তব্য করতে ক্লিক করুন