গোপনে সন্ধ্যায়
শংকর ব্রহ্ম
ভালবাসা,আজ যাও
কনেদেখা আলো মেখে মুখে কাল এসো
কাল ঠিক দেখা হবে গোধূলী বেলায়
বাতাস এসে বলে যাবে আমার দু’কানে
আহা, তোমাকে যে লাগছে কী ভাল।
ভূমধ্যে এখন রোদ,বাতাসের হাহাকার রব
পৃথিবীর বহু রস শুষে নিয়ে মেঘ হয়
মেঘ থেকে ধ্বনি,ধ্বনি থেকে শব্দময় চরাচর
মুছে যায় ছায়াপথ সব
কেঁপে ওঠে পৃথিবীর বায়ু
কিছু বাস্প উষ্ণতায় ফেটে পড়ে মায়াময়।
পুনরায় পৃথিবীর বহু রস শুষে নিয়ে
মেঘ হয়,মেঘ থেকে জল?
ভালবাসা, আজ নয়,আজ যাও,
কাল ঠিক দেখা হবে গোপনে সন্ধ্যায়।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন