চলছেই ত চলছে গাড়ি ভীষণ কোলাহল
নিত্য কেউ যাচ্ছে বাড়ি কেউ কর্মস্থল
কেউ ছুটে আপন নীড়ে কেউ আপন জগতে
কেউ ত ভাই হয়নি কভু তবু কারো মতে
সাঁই সাঁই চলছে আওয়াজ একটু যন্ত্রণা
জীবনের টানে জীবন ছুটে জীবন উন্মোদনা
কখন কারো ভীষণ জড়ো চলছে উন্মাতাল
জীবনের টানে জীবন জানে জীবনের কি হালচাল
নীশিত প্রত্যুষ প্রভাত প্রদোষ ছুটে চলা অবিরাম
জীবনের সব রং যেন একটি পথেই ধরাধাম
একটি পথ যেখানে সমস্ত মানুষের আনাগোনা
জীবনের টানে জীবন ছুটে যেন জীবন উন্মোদনা

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন