দেশে আজ ওরা আছে
লুটে খায় তারা পাছে
দেশের যা হয় হোক
আমি কেন ভাববো

ওরা খায় ওরা দায়
তারা আজ ঘুমায় ঘুমায়
আমিযে সুকান্ত হয়ে
থুতনিতে ঠেস দিয়ে
বাংলার মিনি কবি
লিখি অনু-কাব্য
দেশের যা হয় হোক
আমি কেন ভাববো!

বেশি কথা কম কাজ
এই হলো দশা আজ
সব কিছু এক দিন
মূলসহ ডুববো
দেশের যা হয় হোক
আমি কেন ভাববো?

(জানুয়ারী ২০২৪, ঢাকা)

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন