আমার দুর্ভাগ্য আজকাল আমারই সাথে সাথে চলে
আমারই ছায়ার মতন কেবলই অস্তিত্বের সাথে মিলে
ছায়াটি কখনও দীঘল হয়, জানি হ্রস্বও বটে
কিন্তু দুর্ভাগ্যের দানবটি শুধুই দীঘল হয়ে ওঠে
কেবলই দীঘল হয়ে চলেছে
আর আমাকে নিয়ে ফেলেছে
সে এক অনিবার্য গৃহযুদ্ধের মুখোমুখি অবস্থাতে;
চলছে এক নিরন্তর গৃহযুদ্ধ কেবলই ভেতরের আমার সাথে
আমারই স্বজাতি, কখনো কাছের ভাই(?)
কখনোবা অতি বান্ধববেশিরাই
শত্রু কোন স্টেটের মতন উস্কানী দিয়ে চলেছে অণুক্ষণ
তাই চলছে নিরন্তর গৃহযুদ্ধ, কেবলই অসহ্য আত্মদহন
এ ক্যারিয়ার-ক্যারিয়ার খেলা আমার এগিয়ে যাবে কেমনে!
কী-বা এর পরিণতি! আমি যে বিস্ময়কর এক বিরুদ্ধ-বন্ধনে
জড়িয়ে চলেছি নীরব-শত্রু পারিপার্শ্বের সাথে কেবল
হা! স্বজাতি, হা! বান্ধব, হা! ব্যুরোক্রেসির অহমের ছল
তোমাদেরও গৃহযুদ্ধ চলছে বুঝি ভেতরে ভেতরে,
যার অনুভব এখনো ম্লান করে
তুলতে পারেনি তোমাদের শেষ কসবী হাসিটুকুর রেশ
জানি ভবিতব্যের ওমেগা তোমাদের কেবলই মিশে থাকবে বেশ
ইলোরা-অজন্তার বৈদিক গহীনে একদিন অন্ধকারময়!
তোমাদের প্রাপ্য এর থেকে বেশি কিছু নয়
এ আমার আত্মঘাতি বিশ্বাসের দাবী,
বিধ্বস্ত অস্তিত্বের দাবী।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন