আতস কাঁচে
রবীন্দ্রনাথ দাস ( কৃষ্ণকলি)
যাকে তুমি আপন ভাবো
আপন বলে নয়তো কেউ,
সামনে সবাই আপন সাজে
পিছনে সে লাগায় ফেউ।
ক্ষুদ্র স্বার্থ কেউ ছাড়ে না
লক্ষ্য রাখো সবখানে,
ভেবে দ্যাখো তুমি ও কি
আছো না কি সেই স্থানে।
প্রশ্ন শুনে চর্চায় মাতি
জবাব পেলে বুঝবো ভাই,
কাল বদলের ঘূর্ণিপাকে
কেন্ মানুষে আস্থা নাই।
ভালো মন্দ সবখানে তে
দিবস রাতের মতো সব,
নইলে জানি সর্বত্র যে
চলতো পথে জ্যান্ত শব।
সত্য যুগে আমরা ছিলাম
ছিলাম হয়ে ভগবান,
কলিযুগ টা এতোই খারাপ
কেবল তারা হারায় মান।
আতস কাঁচে খুঁজে বেড়াই
বিরল তাদের সন্ধানে,
জগতটা যে টিকে আছে
নেই কি তবে তার মানে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন