Amarendra sen

কবিতা - তুমিও আমি আমার একাকিত্বে

লেখক: Amarendra sen

দিনের সকল কাজের শেষে
নিজেকে পাই যবে একলা বসে
নিজের মনে হয় আলাপন
সেযে একান্ত আমার নিজের ভুবন।
কথা বলি একা আপন মনে
গান গেয়ে যাই মনে মনে
মান অভিমান সেই একলা মনে
ঘৃণা ভালোবাসা তাও নিজের মনে ।
নিঃসঙ্গ একাকি আমার একা আমি
বিশ্ব ভুবনও তেমনি একলা আমি
মিশে যায় আকাশ একলা মনে,
হারিয়ে যাই ধরিনীর কোনে কোনে ;
যা কিছু সব আছে এই ভুবনে
মিশে এক হয়ে যায় মনের কোনে,
তখন তুমি- এই ধরণীর ধূলিতল ,
আকাশ বাতাস তরু লতা ফুল ফল ,
সবই কিছুই এক বিন্দুতে আসে নামি
সবই আমার একাকিত্বে, একান্ত আমি ।
তখন সবাই আমি- তুমিও আমি ,
এই বিশ্ব ভুবন স্বর্গ নরক সবই আমি
আকাশ পাতাল যা কিছু সবই আমি,
তুমিও আমি আমিও আমি আমার একাকিত্বে —

৮০
মন্তব্য করতে ক্লিক করুন