হাসান জামান

কবিতা - স্বপ্নেরা ঝরে যায়

হাসান জামান

কিছু মানুষের
চাওয়া পাওয়া থাকতে নেই
ঘুমের বিছানা ছেড়ে
চোখ মেলে জাগতে নেই!

ইচ্ছে গুলো আঁচড় কাটুক
চোখের পাতায়
নির্বাক স্বপ্নেরা ঘুমিয়ে থাক
মনের খাতায়!

আশা গুলো চুরি করে
নিয়ে যাক ভোরের আলো
স্মৃতি নিয়ে বসে থাক তুমি
সেই ঢের ভালো!

ঝরে যায় এইভাবে
আমাদের মায়াবী সকাল
পাপোশে পা ঘসে ঘসে
হৃদয় টা পুড়ে কঙ্কাল!

১১১
মন্তব্য করতে ক্লিক করুন