(খুদে গল্প) বোয়াল মাছ
(খুদে গল্প) বোয়াল মাছ
মোহাম্মদ সিয়াম হোসেন

গল্প - (খুদে গল্প) বোয়াল মাছ

মোহাম্মদ সিয়াম হোসেন
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ রম্য, রহস্য

আমি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম, ছোট্ট একটা ডোবা, এক হাত গভীর পানি, খুবই শান্ত ছিলো এই ডোবাটা। কিন্তু হঠাৎ করে বেশ হুড়োহুড়ি লক্ষ্য করছি। মনে হচ্ছে অনেকগুলো বোয়াল মাছ কাড়াকাড়ি করে খাবার খাচ্ছে। আগে তো এমন ছিলো না, এই কথা ভাবতেই মনে পড়লো, আগে এখানে বড় একটা বোয়াল মাছ থাকতো। কিছুদিন আগে বড়টা জালে ধরা পড়েছে।
এই সুযোগে ছোট্টগুলো একটু স্বাধীনতা পেয়ে গেছে। আগে বড়টা সব খাবার একা খেতো, তাই কোনো হুড়োহুড়ি হতো না। এখন খাবারের জন্য এখানে রীতিমতো যুদ্ধ চলছে। শুধু খাবার নয়, মূলত চিরতরে নিজের অধিপত্য বিস্তার করার জন্য গন্ডগোল হচ্ছে। বড়টার মতো যখন আরেকটা অধিপত্য প্রতিষ্ঠিত হবে, তখন এই হুড়োহুড়ি বন্ধ হবে। এদিকে জেলেও প্রস্তুত জাল নিয়ে, বড়টার মতো যদি আরেকটা পাওয়া যায়, তাহলে মন্দ কীসের?

মোহাম্মদ সিয়াম হোসেন

১২০
মন্তব্য করতে ক্লিক করুন