হে আমার জন্মভূমি! হে ঈগল,
শিরা উপশিরা থেঁতলে যাচ্ছে,
তোমাকে জ্বলন্ত দেখে আমার চোখ ঝাপসা হয়ে আসে!
আমি সমস্ত রকম মৃত্যুর সম্মুখে আজ
জ্বলছি পুড়ছি।
আমার হৃদয়টিকে একটি গাছের মতো রোপণ করে দিও,
যেন আমার কপালে একটা সাদা রঙের পাখি বাসা বাঁধতে পারে।
হে ঈগল,
তোমার সুদৃশ্য ডানার পালক হবার যোগ্য নই আমি,
তাই যেন একটা মুকুটের শোভা হই।

হে আমার জন্মভূমি!
আমরা জন্মেই তোমাকে দেখেছি ক্ষত-বিক্ষত,
তোমার বৃক্ষের ফল খেয়েছি,
সাক্ষী হয়েছি তোমার প্রতিটি সকালের।
হে নিস্তেজ বন্দি ঈগল,
হে আকাঙ্ক্ষিত মৃত্যু হে…
তোমার জ্বলজ্বলে ক্ষত ডুবে আছে আমার চোখের ভেতর।

১৩১
মন্তব্য করতে ক্লিক করুন