হাসান জামান

কবিতা - ১লা বৈশাখের প্রার্থনা

লেখক: হাসান জামান

নতুন দিনে স্বপ্ন হাজার নতুন আশার ভোর
অমানিশা কেটে আসুক নতুন আলোর দোর!
হাজার রাতের কান্না ভুলে বুকের দু’পাশ জুড়ে
আকাশ হতে সুখের পাখি আসুক মনে উড়ে!

ফুল ও ফসল উঠুক ভরে মায়ের উঠোন ঘিরে
শিষ দিয়ে যাক সুখের দোয়েল ভাঙা হৃদয় নীড়ে!
এই বোশেখে রুদ্র হাওয়া যুদ্ধ বিভেদ ভুলে
ভালোবাসার বৃষ্টি নামুক বিশ্ব মানব কুলে!

সুনীল আকাশ ডাকছে তোমায় মৃত সকল প্রাণ
নতুন আলোয় নতুন দিনের গাও সাম্যের গান!
এই বোশেখে আশার প্রদীপ জ্বালাও অন্ধমনে
নয়কো ঘৃনা ভালোবাসা প্রেম -ছড়াও ত্রিভুবনে!

৯৯
মন্তব্য করতে ক্লিক করুন