অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - মহাদেবের গান

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

তুমি আমার মহাদেব
আমার অন্তরের দেবাদিদেব
তোমায় দেখার বড়ো সাধ
তোমায় ছোঁয়ার বড়ো সাধ
দাও আমায় দেখা
করো পূরণ আমার আশা।

প্রভু তুমি দয়াময়
করো দয়া আমায়
তোমায় বড়ো ভালোবাসি
তোমার কাছে থাকতে চাই আমি
তুমি আমার ভগবান
করো আমার আশা পূরণ
যেথায় তুমি থাকো
সেথায় আমায় নিয়ে যাও
আমি থেকে যাব তোমার কাছে
আর আসব না কভু ফিরে।

জয় মহাদেবের জয়
জয় কালকালের জয়
জয় কৈলাসবাসীর জয়
জয় শরভেশ্বরের জয়
জয় শুদ্ধবিগ্ৰহের জয়
জয় কপালীর জয়
জয় শ্মশাননিলয়ের জয়
জয় নটরাজের জয়
জয় বিশ্বরূপের জয়
জয় পরমেশ্বরের জয়।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৫/৪/২০২৫

২২
মন্তব্য করতে ক্লিক করুন