নিজের স্বদেশে

আবুল হাসান আবুল হাসান

স্বদেশ তুমি ঝলসে যাওয়া গোলাপকুঁড়ি।
সিঁড়ির কাছে ভরদুপুরে আমার ঘরে এগিয়ে এসো!
দু চোখ জুড়ে কিসের দৃশ্য ভালবাস?
স্বদেশ তুমি এক নদীর নারী_
রাতদুপুরে কিসের ঘোরে এমন তুমি তীক্ষষ্ট হাস?
কাদের কাছে যেতে এখন ভালবাস!

শহর জুড়ে ফুলের মড়া গন্ধ ছড়ায়
শহর জুড়ে বসন্ত তার বাতাস বাড়ায়
বক্ষ জুড়ে সেই বাতাসের বেয়াদবি
বক্ষ জুড়ে সেই বাতাসের বিষণ্নতা
সেই বাতাসের পাছে পাছে স্বদেশ তুমি
কিসের তাড়ায় ঘুরছ ঘড়েল পাড়ায় পাড়ায়
তোমার চোখে কি শূন্যতা?

স্বদেশ তুমি বিষণ্নতার বুকের কাছে আর ঘেঁষো না
চতুর্দিকের নষ্ট জলে আর ভেসো না,
স্বদেশ তুমি ঘরে থাক,
বাইরে গেলে অনেক বিপদ ঘরে থাক।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন