আসিব ইসলাম

কবিতা - “জ্ঞান লাভের মঞ্চ”

লেখক: আসিব ইসলাম

পড়ার টেবিল, শান্তির এক জায়গা,
বইয়ের মাঝে মিলুক সুখের সুরক্ষা।
কখনো যেন যেন মনে হয়,
এই টেবিলেই জীবন পথের রঙিন আভা।

পেন, পেন্সিল, আর খাতার সঙ্গী,
এই টেবিলই তো আমাদের পথের ডিগ্রি।
চোখে স্বপ্ন আর হাতে কলম,
এই টেবিলেই আমরা গড়ি আমাদের জীবন স্বপ্ন।

বইয়ের পাতায় লুকানো সাগর,
যত জানো, তত সাগর আরো বড়।
যত গভীরতর পড়তে থাকো,
তত বেশি আলোকিত জীবন পাবে তোমার পায়ে।

এই টেবিলের চারপাশে গল্পের খাতা,
পথচলার সঙ্গী হতে চায় সে সারা রাতটা।
দুঃখ বেদনা দূর হয়ে যায়,
বইয়ের সাথে জ্ঞান লাভের সুখ ছায়া দেয়।

কখনো মনে হয়, এই টেবিলেই
জীবনের সব সেরা মুহূর্ত বিকশিত হবে।
আর স্বপ্নের সিঁড়ি ধরে,
বইয়ের দুনিয়ায় পা রাখবে জ্ঞানী হয়ে।

তাহলে পড়ার টেবিলকে বলো,
তুমি যে জ্ঞানের পাথেয়, তার মঞ্চ।
এই টেবিলেই গড়ে ওঠে সবার হাসি,
বইয়ের মাঝে, পথের রং বদলে যায়।

১২
মন্তব্য করতে ক্লিক করুন