অন্নদাশঙ্কর রায়

কবিতা - অন্যমনে থাকি আর বসন্তের দিন

অন্নদাশঙ্কর রায়

অন্যমনে থাকি আর বসন্তের দিন

কখন জাগিয়া উঠে বৈতালিক গানে

কখন সদলে ধায় নীলাকাশ স্নানে

সিংহাসনে আসি হয় কখন আসীন

মধ্যাহ্নের মদির বিজনে তন্দ্রাধীন

ছায়া চন্দ্রাতপ তলে ক্ষণ সুপ্তি মানে ।

কখন উঠিয়া চলে সন্ধ্যার সন্ধ্যানে

পশ্চিমে ঢলিয়া পড়ে প্রিয় বাহুলীন ।

অন্যমনে থাকি তবু মনের আড়ালে

কাকলী জমিছে আসি বিহগ সবার

যেথা যত ফুল ফোটে বিহানে বৈকালে

সকলের বাস জমে নাসায় আমার ।

এবারের মতো বিশ্বে বসন্ত ফুরালে

মোর চিত্তে রবে তার আনন্দ সম্ভার।।

১১১
মন্তব্য করতে ক্লিক করুন