মোঃ হাছিবুর রহমান হাসিব

*–—*—–*————–*—–*—–*
আমাদের কিছুই নেই—
এই না থাকা থেকেই শুরু হোক সব।
যেখানে শূন্য, সেখানেই আঁকি স্বপ্নের রেখা,
ভাঙা ইটের উপরেই গড়ে তুলি মেঘছোঁয়া ছাদ।

হাঁটতে হাঁটতে পড়ে গেছি?
ঠিক আছে—পড়াও তো শেখার আরেক নাম।
ধুলো মুছে আবার দাঁড়াও,
কারণ থেমে যাওয়া মানেই হেরে যাওয়া নয়।

জীবন প্রশ্ন করবেই—
“তোমার কী আছে?”
উত্তরে বলো—”আছে সাহস, আছে বিশ্বাস!”
এই দুটো থাকলে পাহাড়ও নত হয়।

দারিদ্র্য? ব্যর্থতা? একঘেয়েমি?
এসে যাক, থাকুক তারা।
আমরা এগিয়ে যাব, কারণ
আমাদের নেই বলেই—
আমরা সবকিছু অর্জনের সাহস রাখি।

রাত ০৮ : ৫৩ টা / ৯ই মে, ২০২৫ ইং , শুক্রবার ।

৭৪
আবৃত্তি করেছেন: মোঃ হাছিবুর রহমান হাসিব
মন্তব্য করতে ক্লিক করুন