কবিতা - আমি নিয়ত পরিশুদ্ধ হই

লেখক: মোঃ আব্দুল মজিদ এনডিসি

যখন চন্ডরূপী এক কালবৈশাখী ঝড় এসে আমায়
নুইয়ে দেয় একেবারে আনুভূমিক,
আমি নবায়িত শক্তিতে জেগে উঠি পুনর্বার
সমব‍্যথি জনতার সাথে;
আত্মাভিমানী আমার ‘আমি’ আপদ-মস্তক পরিশুদ্ধ হই
আমার কবিতা হয়ে ওঠে তখন
হকারের কাগজের ঠোঙা

কালকুট মেঘের ছোবল যখন ধেয়ে আসে নিম্নগামী,
আমার চোখ-কান ঝলসে যায়;
প্রবল তাপে উত্তপ্ত হয় আমার ভেতরের ‘আমি’
আমি তখন আগুনের মতো পরিশুদ্ধ হয়ে উঠি
আমার কবিতা হয়ে যায় তখন
একেকটি দেশলাইয়ের কাঠি

যখন কুয়াশা-কুজ্ঝটিকা-কুহেলিকায় ক্ষণিক মোড়ককৃত
হয়ে যায় আমার দৃষ্টিকটু রুদ্র মূর্তি
আমার ভেতর-বাহির মোলায়েম স্নাত হয়;
আমি বাতাসের মতো পরিশুদ্ধ হয়ে উঠি আবার
আমার কবিতা হয়ে ওঠে তখন
গোলাপি স্বরের এক জ‍্যোছনা!

যখন আকাশ বাতাস ঠেলে আমি সাগর-সান্নিধ্যে যাই-
আছড়ে পড়ার আগমুহূর্তের উত্তুঙ্গ ঢেউগুলি
আমাকে পরবর্তী জলের শব্দে শাণিত করে,
অতঃপর আছড়ে পড়ে ফেনায়িত জীবন ধেয়ে যায় পুনর্জন্মের দিকে;
আমি তখন নীলিমার মতো পরিশুদ্ধ হয়ে উঠি
আমার কবিতা হয়ে যায় তখন এক জাগরণী গান

২২
মন্তব্য করতে ক্লিক করুন