অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - ভুল ভেঙে

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

কোনো একদিন হারিয়ে যাব পৃথিবী থেকে,
অনেক দূরে চলে যাব।
তুমি যাকে চাইতে না কাছে কোনোদিন
সে তোমার কাছ থেকে অভিমানে অনেক দূরে চলে যাবে একদিন,
এমন এক জায়গায় যে জায়গা পৃথিবীতে নেই,
আছে ঈশ্বরের কাছে।
তখন যদি তোমার ভুল ভেঙে তার কথা মনে পড়ে,
আর কিছুই করার থাকবে না,
কারণ যখন কিছু করার ছিল
তখন তুমি কিছু করোনি —-
তাকে দূরে-দূরে রাখতে চেয়েছিলে
একটুও কাছে আসতে দাওনি।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/৫/২০২৫

২০
মন্তব্য করতে ক্লিক করুন