আতাউর রাহমান

কবিতা - আমি আজ ক্লান্ত

লেখক: আতাউর রাহমান

তুমি নির্জনতার নীড় হলে,
আমি তোমায় খুঁজে পেতে সব শব্দ হারাবো।
তুমি দূরের অচিন তারা হলে,
আমি তোমায় ছুঁতে গিয়ে ছায়ার ভেতর আলো জ্বালাবো।

তুমি ভোরের কুয়াশা হলে,
আমি ঠান্ডা হাত দিয়ে তোমায় ধরার চেষ্টা করব।
তুমি নীরব এক নদী হলে,
আমি তীর থেকে ডুবে যেতে চেয়ে ঢেউয়ের ভাষা শিখব।

তুমি দিগন্ত পেরুনো ধোঁয়ার মতো উড়ে গেলে,
আমি পেছনে ছুটে ছুটে ক্লান্ত বাতাসে থেমে যাব।
তুমি কোনো এক বাউলের গানের সুর হলে,
আমি হৃদয়ে তোমায় বাঁধতে গিয়ে নিজেই সুরহীন হব।

তুমি একদিন প্রেম হলে, শাশ্বত প্রেম,
আমি সব প্রতিশ্রুতি ভাঙা কণ্ঠে সেই নামই জপবো।
তুমি আশার শেষ রেখা হলে,
আমি নিরাশার বুকে বসে তোমার আলোয় বুক ভেজাব।

আমি আজ ক্লান্ত, বড় ক্লান্ত,
তবুও হৃদয়ের সবটুকু দিয়ে তোমাকেই সাজাবো।
তুমি যদি কান্না হও, আমি সেই কান্নারই নীরব ভাষ্য হব,
তুমি যদি চিরন্তন নীরবতা হও, আমি তারই প্রতিধ্বনি হয়ে রব।

তুমি আর কিছু হও না, তুমি শুধু তুমি হও,
আমি আর কিছু চাই না, শুধু তোমায় এই কবিতার পাতায় ধরে রাখব।
ভালোবাসা এক অনন্ত ক্লান্তি,
যার শেষ নেই, তবু সেই ক্লান্তির মাঝেই বেঁচে থাকার মানে খুঁজব।

২৭
মন্তব্য করতে ক্লিক করুন