কবিতা - প্রিয়তমা নগরী, ভালো থেকো

জুম

প্রিয় নগরী আমার,

জানো, খুব মনে পড়ে তোমায়,
তোমার ধুলোবালি, তোমার রূপ-রস-বর্ণ-গন্ধ,
বড্ড মনে পড়ে তোমায়।
তোমার আকাশের মত নীল, আসমানী, গাঢ় সিঁদুরবর্ণের আকাশ
আজ কত বছর হয় দেখিনি।
স্বরচিত নার্বাসনে বন্দিনী হয়ে,
মরীচিকা সুখ খুঁজছি,
এক গহীন জঙ্গলে, শ্বাপদসংকুল,
পদে পদে মৃত্যুঝুঁকি,বা তার চেয়েও ভয়ানক।

প্রিয় শহর, প্রিয় ভাষা,
কত শখের খাবার,
ভালোলাগার মানুষ,
আর কৈশোরপ্রেমের স্মৃতি,
হারিয়া যাওয়া প্রাপ্তবয়স্ক প্রেমেরা।

আজ প্রেমে পড়তেও ভুলে গেছি,
অথবা নিষ্ঠুর ভুবন শিখিয়ে দিয়েছে,
এ মরুপ্রান্তরে প্রেম বলে কিছু নেই,
যদিও থেকে থাকে আমার জন্যে নয়,
তবে কি আছে শোনো আমার জন্যে?
যত অপমান,লাঞ্ছনা,অসাম্য আর নিঠুরতার নাটকীয়তা।

প্রিয় নগরী, প্রিয় সময়,
খুব মনে পড়ে তোমায়,
তোমার ভাষায় কথা, তোমার বর্ণে গান আর আমার কবিতা লেখা।
তোমার নাটক, তোমার সিনেমা,
তোমার গোধূলীতে প্রথম দেখা।
তোমার মত কেই নেই,
এত আপন, এত ভরসা, এত ভালবাসা,
যেমন আজো কেউ হয়নি হারিয়ে ফেলা প্রেমিকের মতন।
কতটা নির্ভরতা, কতটা আন্তরিকতা, সুখ-দুঃখের না বলা কথা বলা।

আমি বড় নিঃসঙ্গ,
নেই প্রেম, নেই ভালবাসা,
নেই উত্তরসূরি, নেই বন্ধু সুজন।
আজ বহু দূরে আমি,
হে তিলোত্তমা নগরী।
বড্ড মনে পড়ে তোমায়,
শয়নে-স্বপনে-জাগরণে,
আশায় বাঁধি বুক,
একদিন হবে দেখা, মহামিলন,
সহস্রাব্দের নির্বাসন শেষে,
বিজয়ের জয়মাল্যে।

ততদিন ভাল থেকো প্রিয়তমা নগরী।

৯০
মন্তব্য করতে ক্লিক করুন