হাসান জামান

কবিতা - তোমার জন্মদিনে

হাসান জামান

তোমার জন্মদিনে বৃষ্টি নামে উচ্ছ্বাসে
বৃষ্টি নামে শত জনমের তৃষার্ত ঘাসে!
চোখের পাতায় নামে জলের ধারা
স্মৃতির সুনীল পাখি ঝড়ে দিশেহারা!

পাথরও ভাঙে বুকে জাগে যন্ত্রণা,
প্রেমহীন ঢেউয়ে দোলে দুখের ফেনা!
নীল রোদ মুখে মেখে শ্রাবণের রাত
নির্ঘুম চোখ খুঁজে সোনালী প্রভাত।

মন এক উদাসীন রহস্যে ভরা ,
প্রাণের স্বজন যারা দেয় না ধরা
অচেনা মুখ খুঁজে তার চেনা ছায়া,
কে আপন, কে পর নাকি মোহমায়া?

এসো ফের নতুন করে হালখাতা খুলি
শব্দ বাগানের পাখি করুক কোলাকুলি।
জন্মদিনে বৃষ্টি নামে উচ্ছ্বাসে মৃত ঘাসে
ভোরের দোয়েল ডাকে দূর পরবাসে!

৫৬
মন্তব্য করতে ক্লিক করুন