আমি,এমন এক,স্তরে এসে পৌঁছেছি
‎কোনো রাস্তা পাচ্ছি না আর,
‎আমাকে,
‎এমন জায়গায় পৌঁছাতে হবে
‎যা হবে এক,স্বর্গীয় উপহার।
‎সৃষ্টি আমি,দু-চোখ মেলে,খুঁজেও
‎পাচ্ছি না তোমায়,স্রষ্টা,
‎তুমি আছো,প্রকাশ্য হতে,অন্তরালে
‎তুমি ছাড়া প্রভু,
‎আমি,পুরোই পথভ্রষ্টা।
‎সৃষ্টি আমি,দু-চোখ মেলে,খুঁজেও
‎পাচ্ছি না তোমায়,স্রষ্টা!
‎তুমি সত্যি,তোমার কিতাব সত্যি
‎আরও সত্যি,তোমার রাসূল,
‎আমি,ভুল করেছি ক্রমে,ক্রমে,
‎তাই,দিয়ে যাচ্ছি,মাশুল।
‎স্রষ্টা তুমি মহান,তুমিই চির’শক্তিধর
‎আমাকে করে দাও ক্ষমা,
‎এই চরণ হতে,মাথার মস্তিষ্ক অবধি
‎যত পাপ রয়েছে জমা,
‎স্রষ্টা,তুমি মালিক,তুমিই মহান
‎আমাকে করে দাও,ক্ষমা!

১৪৪
মন্তব্য করতে ক্লিক করুন