উজ্জ্বল মন্ডল

কলিকাসম অম্বরবক্ষে তব গীতির সঞ্চার
উচ্চ নিনাদে তাড়িত গগনে স্বর্ণালী ঊষা,
স্বপ্নিল স্রোতে আশ্রিত স্মৃতির মখমল,
অনুরাগের আড়ঙ্গে করিলে পঙ্কিলকানন _
হে স্বরূপা অনন্যা তটিনী কোথা
পাইলে এতো ভরাপ্রাণ?
হে মৃন্ময়ী তব বিচ্ছুরণে শত খদ্যোত
ধরিয়াছে গোলাপরঞ্জিত মশাল!
উন্মেলিত নয়নে দেখিয়াছি
কেবা আঁকিয়াছে সোহাগের আলপনা
কুশলী হস্তে!
কেগো তুমি মনোহারিণী_
গীতবিণায় রচিত লয় না রাগিনী?
অদ্য অনুভূত হয় আনন্দের হেতু_
তোমারে জানাই কুর্নিশ অহরহ!

৩৪
মন্তব্য করতে ক্লিক করুন