সোনালী রোদে ভাসে মাঠ,
ডাকছে পাখি, “চল চল সাথ!”
ফুলের হাসি রঙিন বেশে,
তিতির বলে, “আজকে বেশে!”
নদীর জলে টুপটাপ ঢেউ,
তীরে বসে ভাবছে নেউ।
গাছের ছায়া, বাতাস নরম,
প্রকৃতির গান—কী যে মধুর ধ্বনির ধারা!
ঘাসে লুকায় পিঁপড়ে দল,
ছোট্ট বাচ্চা হেঁটে চলে চল।
আকাশ বলে, “আনন্দ করো,
হাসিমুখে স্বপ্ন গড়ো!”
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন