কবি ইমদাদ শাহ্

আজ পহেলা জুলাই, গন-জাগরণের মহারণ!
পতাকা শোভিত মিছিলে মিছিলে
বৈষম্যহীন এক বাংলাদেশের পিলে
চমকায় এক নতুন সূর্য
নতুন দিনের বাংলাদেশ
আজ কন্ঠে জাগুক নতুন বলয়
সেই পুরাতন কবিতা
আজ মুঠোয় মুঠোয় ভরে আনুক
নতুন দিনের স্বাধীনতা
আজ পহেলা জুলাই
বৈষম্যহীন বাংলাদেশের পথে
গন-জাগরণের জোয়ার উঠুক
বিপ্লবী হাওয়ায় বয়ে চলুক জনমনে
বৈষম্য হয়ে যাক নিশ্চিহ্ন
এ জুলাই বিপ্লবে অদম্য
দূর হউক হউক দূর রাষ্ট্রীয় বৈষম্য
আজ পহেলা জুলাই
দিন বদলের সেই মাহেন্দ্রক্ষণ!
বিপ্লবীদের জাগার দিন
সকল বাঁধা ছিন্ন করার তাজা রক্তে রঙিন
নবীন প্রবীণ আম জনতা
ডাকছে এ কোন স্বাধীনতা
অন্যায় অবিচার শাসনের শেকল
ভেঙে চূরে করে বিকল
ভয়ের দেয়াল ভেঙে চূরে
উড়িয়ে দিয়ে তুরি মেরে
প্রতিবাদের পথে মোদের আত্মদান
শহর জুড়ে আসবে নেমে স্লোগান অগ্নিস্নান
ইতিহাসে যে দুঃসহ ছবিটা
আমারা ভূলব না তার কথা

৬০
মন্তব্য করতে ক্লিক করুন