থাকুক
নেশান্তপ্রতীক আশরাফ
থাকুক কিছু অপূর্ণ কবিতা,
যা শুধুই আমার একার জন্য লেখা—
তোমার জন্য নয়,
তোমার মতো কাউকে ভেবে নয়।
থাকুক কিছু বদনাম,
যে বদনামগুলো আমি নিজের কাঁধে তুলে নিই—
তোমার ভুলগুলো আড়াল দিতে দিতে।
থাকুক কিছু আক্ষেপ—
তোমার বলা না-বলা কথাগুলো নিয়ে,
রাত্রি শেষে অপেক্ষায় বসে থাকা সকালগুলোর জন্য।
তবুও…
আমি শিখে নেবো বাঁচতে,
নতুন করে, নিজের মতো করে,
তোমার মতোই স্বার্থপর হয়ে।
আমি আর নিজের ভালোবাসাকে প্রমাণ দেবো না,
আমি আর প্রতীক্ষায় চোখ ভিজিয়ে রাখবো না।
এইবার আমার পালা—
নিজেকে ভালোবাসার,
নিজেকে নিজের করে রাখার।
তুমি যেমন নির্বিকার হয়ে চলে গেলে,
তেমনি আমি দাঁড়িয়ে থেকে হাসবো,
তোমার অস্তিত্বের স্মৃতিগুলোকে
পিছনে ফেলে রেখে সামনে এগিয়ে যাবো।
তুমি পারলে আমি পারবো না কেন?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন