টাকার পাহাড়ে যার নিত্য বসবাস,
তার প্রতিটি ভুলও পায় বাহবার উচ্ছ্বাস।
ক্ষমতার দম্ভে যার কণ্ঠস্বর ভাসে,
তার গর্জনও নাকি সঙ্গীতের মতো কানে আসে।
ভুলগুলো ঢাকা পড়ে টাকার চাদরে,
আইন আর আদালত নত হয় আদরে।
মঞ্চে দাঁড়িয়ে তারা ছড়ায় মিথ্যের ফুলঝুরি,
লোকে বলে, আহা! কী দারুণ চাতুরী!
অন্যদিকে, যার ঘরে নুন আনতে পান্তা ফুরোয়,
তার নিঃশ্বাসও যেন সন্দেহের জন্ম দেয়।
নিরব থাকাটাও যেন এক মস্ত বড় অপরাধ,
হাজারো প্রশ্নে জর্জরিত, নেই কোনো প্রতিবাদ।
চোখের কোণে জমে থাকা নীরব অভিমান,
লোকে ভাবে, নিশ্চয়ই এঁকেছে কোনো কুমতলব শয়তান।
তার সত্যের স্বরটুকু বড়ই দুর্বল আর ক্ষীণ,
ক্ষমতার কোলাহলে প্রতিদিন হয় বিলীন।
এই হলো দুনিয়ার আজব এক রীতি,
টাকা মাপকাঠি সত্য আর মিথ্যার।
থাকলে টাকা, ভুলগুলোও হয় শিল্পকর্ম,
না থাকলে, তোমার নিরবতাই সবচেয়ে বড় অধর্ম।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন