নদী চলে আপন মনে, বাঁকে বাঁকে,
কত কথা জমে আছে তার ওই ডাকে।
পাথরে পাথরে তার নুপূরের ধ্বনি,
বয়ে চলে যায় সে যে দিবস-রজনী।
তার তীরে সবুজ ঘাস, কাশফুলের বন,
ছোট ছোট গ্রাম আর কত শত জন।
ভেসে যায় পালতোলা নাও, মাঝির গান,
জুড়িয়ে দেয় কৃষকের ক্লান্ত দেহ-প্রাণ।
কোথাও সে স্থির, যেন এক গভীর ধ্যানে মগ্ন,
কোথাও আবার দুরন্ত স্রোত, ভাঙা-গড়ায় লগ্ন।
তার বুকে মেশে কত হাসি, কত অশ্রুজল,
বোঝে না তো কেউ তার এই মুহূর্তের ছল।
তীরের যত গল্প বুকে নিয়ে সে চলে,
সব কথা শোনাবে গিয়ে সাগরের জলে।
যুগ যুগ ধরে সে তো একই ভাবে বয়,
জীবনের মতো বয়ে চলাই তার পরিচয়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন