আমাদের দেশে মা-বাবার সামাজিক মানসিকতা-
বিশেষ করে মায়েরা, সিদ্ধান্ত নেয় মূলত সমাজে কীভাবে তারা “দেখাবে” (show off) তার ভিত্তিতে।
কে কোন স্কুলে পড়ছে
কে কত টাকা দিচ্ছে
কার বাচ্চা কত মার্কস পেলো
এইসব দিয়ে তারা নিজের মূল্য/স্টেটাস ঠিক করে নেয়। এটা দুঃখজনক হলেও, আমাদের সোসাইটি-র একটা পুরনো রোগ।
আজকের যুগে শুধু একাডেমিক/বিষয়বৃত্তিক/মুখস্তবৃত্তিক পড়াশোনায়, child’s future shape হয় না।
“ভালো করে পড়াশুনা করো (মুখস্ত করো এমন attitude) আর ভাল চাকরি করো( ভাল বলতে tk/যে পেশায় tk/নাম ডাক হয়, ঐ সব show off) গুলা”!
প্রতিনিয়ত এসব আগলা প্রেসার প্রকৃত মেধা বিকাশের অন্তরায়।
সেবার নামে প্রাইভেট সবকিছুতে তো হচ্ছে business, corporate busines, marketing strategy!
Private/নাম ডাক এর স্কুল/কলেজ; বা সরকারি হলেই সেখানে ভাল পড়াশোনা হবে, ভাল মেধা বিকাশ হবে-wrong attitude.
তাহলে কী দরকার?
বয়স বাড়ার সাথে সাথে, স্কুল, কলেজ এর গন্ডি পার করতে করতে, কিছু অভ্যাস/ basic কনসেপ্ট/skill development অতি প্রয়োজন বর্তমান বিশ্বের সাপেক্ষে!
১. টাইপিং প্র্যাকটিস using all finger on computer keyboard।
২. প্রোগ্রামিং (Python, R) বুঝা ও শেখা শুরু করা
৩. Microsoft Office এপপ্স-এ কাজ ও প্রেজেন্টেশন করার দক্ষতা অর্জন করা
৪. Basic Statistics, Basic Statistics Software এ জ্ঞান ও দক্ষতা অর্জন করা
৫. আর্টিকেল পড়ার অভ্যাস গড়ে তুলা (Social, Journal, Scientific research paper all type)
৬. ক্লাউড স্টোরেজ ব্যবহার করে ফাইল ব্যাকআপ রাখা।
৭. একাডেমিক সিভি কীভাবে সাজাতে হয়।
৮. IELTS/TOEFL প্রস্তুতি শুরু করা।
৯. Plagiarism কী ও কীভাবে এড়ানো যায় তা শিখা।
১০. Al এ জ্ঞান ও দক্ষতা অর্জন করা
১১. Cultural Diversity গ্রহণ করার মানসিকতা তৈরি করা।
১২. Be a good listener, সবার বক্তব্য শুনে সম্মানের সাথে উত্তর দেওয়ার অভ্যাস করা
১৩. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার কৌশল শেখা, বেসিক ম্যাথস আর লজিক্যাল থিঙ্কিং, Problem solving attitude
১৪. নিজের কাজ নিজে এমনকি রান্না করার অভ্যাস গড়ে তুলা
১৫. দৈনিক হালকা ব্যায়াম করার অভ্যাস (walking, Cycling, Gym, Free Exercise)
১৫. হালকা গাড়ি চালানো শেখা
-Rashel Nirjhon
মন্তব্য করতে ক্লিক করুন