এলোমেলো হাওয়া আসে
নিশীথের সন্ধ্যায় ছায়ার মায়ায়,
সূর্যের সোনালী আলো গিয়েছে মুছে;
ছায়া যেন দুলছে, রাতের রেশমে,
এক মিষ্টি সুরে, বাতাসে মিশে।
নক্ষত্রের আকাশের নীচে,
একা বসে ভাবি তবে কি নয় কেউ আপন
পাশে আসে শুধু সন্ধার ছায়া
যেন এক মায়াবী, রাতের বাঁধন।
মরূদ্যানের মত এই নির্জন সন্ধার ছায়ায়,
নেই কোন হাতের স্পর্শ, পবিত্র প্রেয়সীর মতো;
আমার মন পৃথিবী ছেড়ে উড়ে যায় পবিত্রতার খোঁজে
ভূলে যেতে দূষিত সমাজের সব উস্কানি, কুচক্রী ক্ষত!
©Rashel Nirjhon
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন