24 August, 2012
রাতের মাধুরী
রাসেল নির্জন

রাতের নিঃস্তব্ধতা জাগে গভীর আঁধারে,
নক্ষত্রেরা জ্বলে সোনালি ঝিলিক মেরে;
চাঁদের কিরণ যখন পরে মেঘের ওপরে
ভাসমান নদী যেন ঢেউয়ে ঢেউয়ে চলে ধীরে।

নীরব, নিভৃত প্রকৃতি জুড়ে
ঝিঁঝিঁ ডাকে এক রহস্যময় সুরে,
ভেজা মাটির গন্ধ ভেসে আসে
হাসনাহেনার মুগ্ধ ঘ্রাণে ভরে!

রাতের মাধুরী হৃদয়ে এক অদ্ভুত স্বপ্ন বোনে,
অন্ধকারের কোলে শান্তির আহ্বান শোনে,
লোকালয় ছেড়ে ঐ দূর ঝিলে
হুতুম পেঁচা ডাকে একা হিজলের ডালে!
©Rashel Nirjhon

১৭৭
মন্তব্য করতে ক্লিক করুন