শাকিফুল হাসান
নিঃশব্দ রাত

আসবে বলে আছি বসে
আসলে নাতো আর
কেমনে বলি মনকে আমার
আসবে না সে আর।
দিনের আলো যাই হারিয়ে_
রাত আসে ফিরে _
দিনের মতো হারিয়ে গেলে
আসলে নাতো ফিরে।
হয়তোবা সে আসবে না আর,
একা আমি এই পৃথিবীর পথ ধরে,
কাটবে জীবন তার বিহনে,
অশ্রু ঝরবে শুধু নীরবে।”

৫২
মন্তব্য করতে ক্লিক করুন