শয়তান আজ স্মার্টফোনে, ডাউনলোড হয় নায়লন চেহারায়,
রাতে ওয়াইফাই-তে ভেসে আসে, ফজরে ঘুম দেয় খারাপ হাই।
সে বলে—“তুই জাস্ট রিল দেখ, নামাজ পরে নে সন্ধ্যায়,”
এইভাবে চলতে চলতে, জান্নাত হয় out of supply।
সে জানে, তুই ভয় করিস না আল্লাহ, ভয় করিস লগআউট,
সে জানে, হাশরের হিসাব ক্যালকুলেট করতে হয় না রাউট।
তুই ইনবক্সে লিখিস—“ইয়া রব”, বাইরে চলিস হিপোক্রেট,
তোর দোয়া হলো বায়োডাটা, তোর গুনাহ শেয়ারচ্যাট।
শয়তান আজ চুপচাপ বসে, খালি লাইকে ফু দিয়ে যায়,
তুই ভাবিস—আল্লাহ তো গায়েব, ওনার কি সব কিছু জানায়?
হাদীসে আছে—গুনাহ হেসে করলে ঈমান খসে পড়ে,
তুই তবু হ্যাশট্যাগ ‘মুসলিম’—রাত্রি জেগে তাসবিহ জ্বলে না ঘরে।
শয়তান আজ আলট্রা কিউট, রঙিন ইমোজি দিয়ে ঢাকে,
সে বলে—“তুই শুধু ইবাদতে থাকিস, আমি থাকি তোর ইনবক্সে।”
আল্লাহ বলেন—”ও আমার পথে ফিরে এলে, আমি নিকটে থাকি”,
তুই বলিস—“আল্লাহ জানেন, আমি তো আর পুরোপুরি খারাপও নই।”
—
মন্তব্য করতে ক্লিক করুন