অংশুমান কর

কবিতা - আজ মঙ্গলবার

অংশুমান কর

পৃথিবীতে ফুটে রয়েছে ঘাসফুল
বর্ষাও এসেছে কিছু আগে
সমুদ্রকে পোষ মানিয়েছে লোকেরা
এখন আর পেছনে তাকাবে কেন?
উঁচু টিলার ওপর ঘুরে ঘুরে নাচ হচ্ছে, উৎসব
চলো, বেরোই ভাইসব, বাঁধো আমাদের ঢাল
নাও আমাদের তির, ঝকঝক করুক বর্শা
ঈশ্বরের প্ল্যান একটু ওলটপালট করা যাক
পৃথিবীতে ফুটে রয়েছে ঘাসফুল
ফুলের সঙ্গে তো বিরোধ নেই, কী নাইস বর্ষা!
আমরা মহাকাশকে নতুন করে সাজাতে চাই শুধু
চলো চলো ভাইসব, আজ মঙ্গলবার,
পাড়ার জঙ্গল সাফ করার দিন
ঈশ্বর রাগ করেন করুন
নদীর গতি পালটাই, নক্ষত্রকে বলি:
ঠিক হচ্ছে না কিন্তু
ইঞ্চি মেপে, কালার বেছে
ড্রয়িংরুমের মতো মহাকাশকেও উলটে পালটে নিই একটু

২৬
মন্তব্য করতে ক্লিক করুন