নদীর কূলে সন্ধ্যা এলো,
আকাশ হলো লাল—
রাঙা মেঘের ছুটোছুটি
হচ্ছে টালমাটাল।
আপন নীড়ে বলাকা ছুটে,
গেঁথে সুখের মালা—
জলের ঢেউয়ে ঝিকিমিকি
নামল রবির আলা।
গরুর পাল ফিরিয়ে এনে
রাখাল পেরোয় নদী,
ঘাট হতে জল তোলে আনে
গায়ের নতুন বৌদি।
ধীরে ধীরে রাত্রি আসে,
বেরিয়ে আসে জোঁনাই—
অদূরে দেখা গায়ের ছবি
বাতাসেতে মিলায়।
এক পাশে তার ঝিমধরা ডাক,
টুকুনঝিঁঝি ডাকে—
মেক মেকিয়ে জলের ঘরে
ব্যাঙেরা জোরে হাকে।
স্থির আকাশে চন্দ্র হাসে,
জোৎস্নায় মাখে জল!
অমন পরির দেশটি ছেড়ে
কোথায় ছুটি বল?
—
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন