আমার দেশের চারিদিকে
গৌরবতার ছোঁয়া,
আমার দেশের চতুর্দিকে
মায়া-মমতায় ঘেরা।।
আমার হৃদয়পাখি পবনেতে
গীত গেয়ে যায় সুরে—
ধন্য আমি জন্মেছি বলে সোনার বাংলাদেশে।।

প্রভাত বেলায় পাখির ডাকে
ঘুম ভাঙে যে মোর,
কোকিল পাখির কুহুতান গান
লাগে যে সু-মধুর।।
শ্রুতিময় ডাকের সুরের তানে
মনটা নাচে দোলে—
ধন্য আমি জন্মেছি বলে সোনার বাংলাদেশে।।

ঋতুরাজের মাসে ফুটে
বাগিচায় ফুল তুড়া,
মায়া-মমতা স্নেহের দিকে
বাংলাদেশটা সেরা।।
পুষ্পরাজের সুগন্ধি মোরে
ভাসায় কল্পলোকে—
ধন্য আমি জন্মেছি বলে সোনার বাংলাদেশে।।

একাত্তরে দেশ বাঁচাতে
ঝাঁপিয়ে পড়ল যুবক-ডোর,
মায়ের জাতির কত নারী
মুছিল মাথারো সিঁদুর।।
দেশপ্রেমিক ঐ যুদ্ধাদেরকে
কখনো যাব না ভুলে—
ধন্য আমি জন্মেছি বলে সোনার বাংলাদেশে।।

২৭
মন্তব্য করতে ক্লিক করুন