জীবন চলে নদীর মতো, বাঁকে বাঁকে তার ঢেউ,
কারো তরী পাল তোলে, কারো তরী তোলে বড্ড ঢেউ।
সে ঢেউ তোমার কর্মের ফল, সে ঢেউ তোমারই হাতে গড়া,
যেমন বাঁধো সেই বাঁধন, তেমনই হবে সে পথে যাওয়া।
ফুলের কাছে তুমি যদি কাঁটা বোনা শেখাও,
ফল পাবে কাঁটা ভরা, ফুলের সুবাস কেমনে পাও?
বীজ যেমনি বুনবে জমিনে, সে গাছ তেমনি হবে,
ফলের স্বাদ তুমিই পাবে, অন্য কেউ যে নয়।
ভালো-মন্দের লড়াই চলে, তোমার মনের গভীরে,
কখনও মন্দ জিতে যায়, কখনও ভালো তার পিছু ছাড়ে।
যে পথে তুমি পা বাড়াও, সে পথ হবে তোমারই,
কর্মের ফল ফিরবে তোমার কাছে, এ নিয়ম যে বড়ই ভারী।
কর্মের ঋণ বড়ই কঠিন, শোধ করা বড়ই কঠিন ,
আজকের ভালো কর্ম, আগামীর পথ গড়ো।
কর্মফলের এ খেলায়, জিতে নেবে যে, সে
ভালো কাজ করে, ভালো ফল পাবে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন