মনদুয়ারীর আকুল আশা
পেতে নবীন ভালোবাসা
অসীম নদীর তরী বেয়ে
উদয় ওপার কুল-

পায়রা পাখির ঢানার ভরে
উড়ে ব্যকুল নিত্য নিয়ে
হৃদয় কথা বলতে খুঁজে
মনের মতোন ফুল।

গহীন কথা হয়নি বলা
গোপন ব্যথা যায় কি ভুলা?
মনদোয়ারী পাইলে তাকে
খুলবে মনের রাজ-

সুখের দুঃখের গল্প হবে
মনের ব্যথা যাইবে উড়ে
বলবে সে যে ভালোবাসি
ফুলের রাণী পুষ্পরাজ।

বেলি ফুলের মালা দিবে
হাসনা-হেনার সুবাস পাবে
ময়ূর পাখির পলক বেঁধে
দিবে খোপার চুল-

বাদলা দিনে গগণ পানে
গর্জে আকাশ নরম সুরে
মেঘের তলে ভিজছে দুজন
নাচে কানের দোল।

মনদুয়ারী পাইলো তাকে
পূর্ণ তাহার কুল,
সব দুয়ারীর ভাগ্যে জুটুক
মনের মতন ফুল।

পরে পড়বো
৬৪
মন্তব্য করতে ক্লিক করুন