কবিতা - ম্লান ” স্মৃতি “দেয় শান্তি

সুবীর কুমার ভট্টাচার্য

ম্লান ” স্মৃতি “দেয় শান্তি

অতীতের খারাপ স্মৃতি
কিছু দিন পর যায় মুছে ,
সাধারণ নাগরিকরা মিথ্যা
প্রতিশ্রুতি সহজে বিশ্বাস করে ।
অনেক মহানগরীতে ড্রেনেজ ব্যবস্থা
কাজ করে না প্রতি বর্ষাকালে ,
বাজার, রাস্তাঘাট, সব প্লাবিত হয়
আকস্মিক বন্যা দেখা দেয় ,
দুই ঘন্টার বৃষ্টিপাতের মধ্যে ।
হঠাৎ বন্যার কারণে
স্কুল, কলেজ সব বন্দ হয়ে যায়,
বন্যাতে শ্রমিকদের অনুপস্থিতির কারণে বেতন কাটা হয় প্রতি বছরে
কিন্তু বছরের পর বছর ধরে
তারা শান্ত হয়ে অপেক্ষা করে,
তারা বিশ্বাস করে যে রাজনৈতিক
দলগুলি নগর বন্যা বন্ধের প্রতিশ্রুতি
দিয়ে ক্ষমতায় আসছে,তারা কাজ করবে।

সুবীর কুমার ভট্টাচার্য

২৬
মন্তব্য করতে ক্লিক করুন