নির্মলেন্দু গুণ

কবিতা - অগ্নিতে যার আপত্তি নেই

নির্মলেন্দু গুণ

    থামাও কেন? গড়াতে দাও,
    গড়াক;
    জড়াতে চায়? জড়াতে দাও,
    জড়াক ।

    যদি পাকিয়ে ওঠে জট,
    তৈরি হবে নতুন সংকট
    সুখ না হলে দুঃখ দিয়ে
    পূর্ণ হবে ঘট ।

    ডরাও কেন? এগোতে দাও
    জাগুক;
    সরাও কেন? আগুনে হাত
    লাগুক ।

    জীবন শেষে মরণ হয়,
    মরণ শেষে হয় কী?
    অগ্নিতে যার আপত্তি নেই
    মাটিতে তার ভয় কী?

    ১৩
    মন্তব্য করতে ক্লিক করুন