আমার মেয়ের নামে প্রজাপতি রেখো।
সে নেবে সমস্ত রং নিজের ডানায়…
আমি তো লুকোনো হাতে দেখেছি পেরেকও,
সে যেন কখনও তার ছোঁয়াচ না পায়।
আমার মেয়ের নামে রেখো উড়ে চলা।
হিংসার আগুন তার চিন্তায় না-লাগে
সে যেন কারওর ভয়ে নামায় না গলা
সে যেন বাসায় ফেরে গোধূলির আগে।
আমার মেয়ের নামে বেঁধে রেখো দায়।
ঝরে-পড়া ইতিহাসে যুবতীর স্নান…
সে তার ঋতুর দিনে যেন ফিরে পায়
প্রথম মানবীমন… ফসলের ঘ্রাণ…
ধর্মের সীমান্তহীন পৃথিবীর বাঁকে
আমি ঠিক রেখে যাব আমার কন্যাকে।

মন্তব্য করতে ক্লিক করুন