কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার

কবিতা - তুমিও এদিন না হয় সেদিন

কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার

সাঁজানো গোছানো স্বপ্নগুলো
ভাঙিয়া দিলে নিমিষে তুমি ,
ভাঙা স্বপন নিয়ে ঘুরে বেড়াই-
উন্মাদ হয়ে পাগল আমি।

তোমার চোখের চাহুনি মোর
ভাসে দোলে আমার চোখে,
ছাড়িয়া যাওয়ার পরও দেখো-
বারেবারে স্মৃতি টানে।

নিশুত রাতে নিশি রাতে
নির্জনেতে দুজন মোরা;
বলিতাম মন-কথা,
ময়ুর পাখির পেখম দিয়ে
দিতাম গলে পড়িয়ে মালা।

ছিলে তুমি প্রেয়সী মোর
ছিলাম আমি তোমার সখা,
সুখে ভরা- রাত-দিন সারা-
যায় কী এত সহজে ভুলা।

গোপনে বিরহের জালায়
বেড়োয় কলজা থেকে গন্ধ,
আমার ধোঁকা দেয়ার ফলে;
তুমি এদিন না হয় সেদিন ;
কাঁদিয়া হবে অন্ধ।

পরে পড়বো
৬৫
মন্তব্য করতে ক্লিক করুন