শাহ্ আলম আল মুজাহিদ

কবিতা - মাতৃভূমির গান — শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

বাংলা, তুমি জীবনানন্দের রূপসী মেঘপরি।
বাংলা, তুমি বুলগাকপুর, কালবৈশাখীর ঝড়ে ভেসে যাওয়া রণতরী।
বাংলা, তুমি শিশুদের চোখে নিত্যনূতন ছড়া।
বাংলা, তুমি লালন ফকির, গানে ও কবিতায় মগ্ন, যাহার জীবন নাট্যগড়া।
বাংলা, তুমি কাজী নজরুলের সাম্যমৈত্রি গান,
জয়নুলের চোখে রুগ্নমাতার ধুসর ছবি ম্লান।
বাংলা, তুমি জসীম উদ্দিনের নকশি কাঁথার মাঠ,
কৃষকের হাতে জেগে ওঠা যেন সবুজ-সোনালী পাট।

বাংলা, তুমি সোনালী ফসল, এলোকেশে দোল খাওয়া সবুজ বন-বনানী।
বাংলা, তুমি তেরোশত নদীর অশ্রুধারা।
তুমি নিত্যদিনের উদ্যানে ফোটা রবির সৃষ্টি-ছড়া,
তুমি কুলপাথারে জেগে ওঠা পলিমাটির ছড়া।
তুমি বসন্ত এলে নানান ফুলে রূপ নিয়ে কর খেলা;
তুমি শরৎকালে আকাশে ভাসাও সাদা মেঘের ভেলা।

বাংলা, তুমি জিয়াউর রহমান।
বাংলা, তুমি বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ প্রাণ,
লাখো শহীদের রক্তে লেখা স্বাধীনতার গান।
তুমি হোসেন সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ভাসানীর স্বপ্ন চাওয়া,
তুমি ড. ইউনুসের নেত্রকোণে লুকানো সে দীনমায়া।

বিদাতার হাতে গড়া অভাগী মাতা আজন্ম তোমাকে চিনি।
তুমি আমার প্রিয় আপন মাথা, রূপিনী এদেশ জানি,
তোমার কোলে মৃত্যু হলে সার্থক জনমখানি।

পরে পড়বো
২২৯
মন্তব্য করতে ক্লিক করুন